• বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩। হাটহাজারীতে স্লুইসগেটের পুনঃনির্মাণ কাজ বন্ধ করে দেয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। থানা থেকে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ধামইরহাটে ছাত্র-জনতার মানববন্ধন মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ৫ নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার ৮ ধাপে আবেদন ফরম পূরণ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির “সর্বজনীন পেনশন নয়, সরকারি পেনশনই চাই” — আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত বাতিলের দাবি বাকবিশিস’ ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

নানা আয়োজনে পালিত হলো নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস

মো : অহিদুল ইসলাম / ৫৬ বার দেখা
আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই মঙ্গলবার সকালে সদর উপজেলার দোগাছি গ্রামে জুলাই-আগস্ট-২০২৪ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ মাহফুজ আলম শ্রাবনের কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শহীদ মাফুজের বাবা-মাসহ স্বজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলকারী নেতৃবৃন্দ প্রমুখ। এরপর পর্যায়ক্রমে জেলা কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিপ্তর, সড়ক বিভাগ, গণপূর্ত বিভাগ, পৌর প্রশাসকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রাবণের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে এক দোয়া অনুষ্ঠিত হয়। এরপর জুলাই-আগস্ট, ২০২৪ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী জেলার সকল শহীদের সম্মানে শহরের মুক্তির মোড়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এরপর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান, জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, আহত যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা, আলোচনা সভা, জেলায় সংঘটিত জুলাই-আগস্টের আন্দোলনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা, ৩৬ জুলাইসহ তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা, বিজয়ের গল্প শোনা ও স্মৃতিচারণ মূলক বক্তব্যসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এছাড়াও দুপুরে জেলা প্রশাসনের আয়োজেনে জেলা শিল্পকলা একাডেমীর বাস্তবায়নে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, জেলার সকল শহীদদের স্বজনরা, আহত যোদ্ধা ও সকল জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

একই ভাবে জেলার ১১টি উপজেলা প্রশাসন দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে দিবসটি উদযাপন করে। এছাড়া বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও জুলাই দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করে দিবসটি পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

You cannot copy content of this page