মো: তানজিম হোসাইন, বিশেষ প্রতিনিধি:সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং শিক্ষা ব্যবস্থার জাতীয়করণসহ ন্যায্য দাবিগুলোর পক্ষে ১৩ আগস্ট জাতীয়করণ প্রত্যাশী জোটের ঘোষিত কর্মসূচির প্রতি বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC) অটল একাত্মতা প্রকাশ করেছে। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, “এই কর্মসূচি সময়োপযোগী ও যৌক্তিক। শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আমরা কোনো ‘যদি’ বা ‘কিন্তু’তে বিশ্বাস করি না।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা একপ্রকার অমানবিকতা। সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ—এই চারটি বিষয় এখন শিক্ষক সমাজের সর্বোচ্চ অগ্রাধিকারের দাবি।
এই আন্দোলনকে বেগবান করতে BUTC-এর পক্ষ থেকে দেশের প্রতিটি এমপিওভুক্ত শিক্ষক এবং সংগঠনের সকল সদস্যকে ১৩ আগস্টের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC) মনে করে, শিক্ষকসমাজের ঐক্যই পারে এই দাবিগুলো বাস্তবায়নের পথ সুগম করতে। তাই প্রত্যেক শিক্ষককে মাঠে থাকার আহ্বান জানিয়ে বিবৃতি শেষ করা হয় এই স্লোগানে:
“শিক্ষায় বৈষম্য দূর হোক – শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হোক। এগিয়ে যাক শিক্ষক আন্দোলন – বাঁচুক শিক্ষা, বাঁচুক শিক্ষক।”
You cannot copy content of this page