এম. আরিফুজ্জামান, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের জেলা শিক্ষা অফিস ও ইন্দুরকানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান-বিন-মুহাম্মাদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পিবিজিএসআই স্কিমের উপপরিচালক প্রফেসর শাহানাজ পারভীন কাজল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিজিএসআই স্কিমের সহকারী পরিচালক প্রফেসর আবু জাফর মোহাম্মদ সেলিম, পিরোজপুর জেলা শিক্ষা অফিসার মো: ইদ্রিস আলী আযিযী এবং উপজেলা বিএনপি’র সভাপতি ফরিদ আহমেদ।
ইন্দুরকানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল হান্নান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুল পর্যায়ে পারফরমেন্স বেজড প্রণোদনা প্রদান যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করছে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা এমন উদ্যোগের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
পরে স্কুল, কলেজ এবং মাদ্রাসা থেকে নির্বাচিত ২৭ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
You cannot copy content of this page