কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রংগীরকুল গ্রামের ৭নং ওয়ার্ডের অন্ধকার দূর করে নিরাপদ চলাচলের লক্ষ্যে স্ট্রিট সোলার লাইট স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
৬ আগস্ট, বুধবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাইটের শুভ উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়চন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্যা, সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমেদ (কমরু), আব্দুল রহিম, আব্দুল গফফার চৌধুরী ও মুহিতুর রহমান। এছাড়াও এলাকার বিভিন্ন গুণীজন, প্রবাসী এবং সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্ট্রিট লাইট স্থাপনার অন্যতম উদ্যোক্তা ও সমাজসেবক রাজন আহমদ বলেন, “বিদেশে অবস্থানরত আমাদের প্রবাসী ভাইদের সহযোগিতা এবং গ্রামের অনেক মানুষের অক্লান্ত পরিশ্রমে এই মহৎ উদ্যোগ সফল হয়েছে। বহুদিনের অন্ধকার দূর হয়ে গ্রামে এসেছে আলোর নতুন সকাল। এতে চলাচলের সুবিধা ও নিরাপত্তা দুটোই বৃদ্ধি পেয়েছে।”
তিনি এ মহৎ কাজে অংশগ্রহণকারী সকল প্রবাসী, স্থানীয় বাসিন্দা ও শ্রমসাধকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এই উদ্যোগ গ্রামীণ উন্নয়ন ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন অতিথিরা।
You cannot copy content of this page