শাহারুল হক মুন্সী,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ ডাকাত,২ হ্যাকার ২চোর,২ ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে। থানা সূত্র জানা গেছে, গেল রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা পূর্বপাড়ায় একটি ডাকাতদল সংঘবদ্ধ হয়ে ডাকাতির চেষ্টার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামের নির্দেশে থানার সেকেন্ড অফিসার সেলিম রেজা,এস, আই মমিনুল ইসলামের নেতৃত্বধীন,এস আই, এস, আই আনিসুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে,
১
পলাশবাড়ী উপজেলার ঢোল ভাঙ্গা গোয়ালপাড়া গ্রামের মধু মিয়ার ছেলে জাহাঙ্গীর ইসলাম(৫৬)(২৯টি মামলা),২।গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা পূর্ব মাস্তা গ্রামের মহাব্বত আলী শেখের ছেলে আব্দুর রহমান ওরফে ওয়াসিম শেখ(৩৫)(৫টি মামলা)৩
কামারদহ মহাবাপপুর তুলশীপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে ডলার মিয়া(৩৮),(৪টি মামলা)ও পলাশবাড়ী উপজেলার কোমরপুর পূর্ব নয়াপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে হেলাল মিয়া(৩৬)কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। অভিযানের সময় আটককৃত ডাকাতদের কাছ থেকে তালা কাটার,দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান,আটককৃত জাহাঙ্গীরের নামে বি়ভিন্ন থানায় ডাকাতি,ছিনতাইসহ ২৯টি মামলা ও বাকী ৩জনের নামে ও ৪/৫টি করে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের মামলার মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এছাড়াও পৃথক অভিযানে ২হ্যাকার,২চোর, ২ওয়ারেন্টের আমামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
You cannot copy content of this page