রিপোর্ট : আব্দুল মোমিন
কুলাউড়া উপজেলার অন্যতম প্রাচীন ও সুপ্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুচ্ছুন্নাহ ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা, রবিরবাজারের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আতাউর রহমান।
সভাপতি নির্বাচিত হওয়ার পর ৫ আগষ্ট মঙ্গলবার মাদ্রাসা গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করায় গভর্নিং বডির সম্মানিত সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকার সাধারণ জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চেষ্টা করব মাদ্রাসার শিক্ষা, নৈতিকতা এবং অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখতে।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং আধুনিক ও নৈতিক শিক্ষায় অত্র প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও পরামর্শ একান্ত প্রয়োজন।
স্থানীয় এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন যে, অধ্যক্ষ আতাউর রহমানের অভিজ্ঞ নেতৃত্বে মাদ্রাসাটি এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ইসলামী শিক্ষার পাশাপাশি নৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
You cannot copy content of this page