কুলাউড়া থানার পুলিশের অভিযানে চোরাই যাওয়া ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুলাউড়া থানা এলাকা থেকে হেলাল নামে একজনকে আটক করা হয়েছে।
গত ৫আগস্ট দিবাগত রাতে রাউৎগাও ইউপির চৌধুরী বাজার সংলগ্ন জনৈক সিতার মিয়ার থেকে উঠান থেকে ১টি প্রাইভেটকার চুরি করে নিয়ে যায় চোরেরা। প্রাইভেটকার মালিকের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: আজমল হোসেন এর নির্দেশ্নায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: ওমর ফারুকে এর নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর, এসআই হাবিব , এসআই জুনেদ,এসআই/ মোস্তাফিজুর, এসআই/ আবু আফছার ভূইয়া এএসআই মিরাজুল সহ একটি দল তদন্ত শুরু করে।
অদ্য ১০ আগস্ট মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার কুলাউড়া পৌরসভাস্থ সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল মো: হেলাল মিয়া(৩৫) কে আটক করা হয়।
উদ্ধারকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: ওমর ফারুক জানান, ‘এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি, চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
You cannot copy content of this page