জামালপুর প্রতিনিধি: দৈনিক প্রতিদিনের কাগজের গাজিপুর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়। এতে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে বক্তব্য দেন ক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান, সিনিয়র সাংবাদিক বজলুর রহমান ও কবি সাহিত্যিক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ। বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ সাংবাদিক সাগর-রুনি ও গোলাম রবাবানী নাদিম হত্যাকান্ডে জড়িত আসামীদের শাস্তির দাবি জানান। মানবন্ধন কর্মসুচিতে জামালপুরের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page