মো. মামুন হোসাইন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ রবিবার (১০শে আগস্ট ) মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখার উদ্যোগে এবং হরিরামপুর প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল চৌধুরী নাহিদ’র সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাস, সহ-সভাপতি মানিকুর রহমান মানিক।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মিয়া ও দপ্তর সম্পাদক মোঃ আমজাদ মীর। এছাড়াও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় বক্তারা বলেন, তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
দেশে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ, বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে ও জবাই করে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে দুর্বৃত্তরা।
You cannot copy content of this page