বঞ্চনার শৃঙ্খল ভাঙতে ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে জড়ো হবে সারা দেশের শিক্ষক-কর্মচারীরা। দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত এই পেশাজীবীরা এবার মর্যাদা ও ন্যায় পাওয়ার লড়াইকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে।
সরকারি নিয়মে বাড়িভাড়া প্রদান, চিকিৎসা ভাতা চালু এবং পূর্ণ জাতীয়করণ—এ তিনটি মৌলিক দাবি বহু বছর ধরে উপেক্ষিত হয়ে আসছে। এমপিওভুক্ত শিক্ষকদের দমিয়ে রাখা, বাকরুদ্ধ করে রাখার সংস্কৃতি ভেঙে ফেলার জন্যই এই সমাবেশকে কেন্দ্র করে নতুন জাগরণের ডাক উঠেছে।
দলীয় স্বার্থ, ভেদাভেদ ও দলদাস মানসিকতার বেড়া ভেঙে এবার এমপিওভুক্ত শিক্ষক সমাজ একই কণ্ঠে গর্জে উঠতে প্রস্তুত। ১৩ আগস্ট প্রেস ক্লাব প্রাঙ্গণ হবে গর্জনমুখর—যেখানে প্রতিটি কণ্ঠ উচ্চারণ করবে একই শপথ
🔥 বৈষম্য ভাঙো, অধিকার দাও
🔥 জাতীয়করণ ছাড়া কোনো সমাধান নয়
এবারের এই জাগরণ শুধু একটি সমাবেশ নয়—এটি হবে মর্যাদা, অধিকার ও ন্যায়ের পথে এমপিওভুক্ত শিক্ষক সমাজের অগ্নিশপথ।
মো: তানজিম হোসাইন
আহ্বায়ক, বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC)
You cannot copy content of this page