সাইফুল ইসলাম,জুড়ী উপজেলা, প্রতিনীধি:১৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত শিক্ষক মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ১৬টি এমপিওভুক্ত স্কুলে লিফট বিতরণ করা হয়। সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং কর্মচারীরা এই সমাবেশকে কেন্দ্র করে ইতিবাচক সাড়া দিয়েছেন। প্রত্যেক প্রতিষ্ঠান থেকে ২ জন প্রতিনিধি শিক্ষক মহাসমাবেশে যোগদান করবেন, সকল প্রধান শিক্ষক নিশ্চিত করেছেন। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়কারী এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম সাইফ এবং শিক্ষক মহাসমাবেশ বাস্তবায়নের জন্য জুড়ী উপজেলা সমন্বয়কারী, ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জাকারিয়া মাহমুদ সহ অন্যান্য শিক্ষকদের নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়েছে।
You cannot copy content of this page