এস, এ হুমায়ুন, হাটহাজারী প্রতিনিধি। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) কুয়াইশ ও অক্সিজেন মোড়ে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২টি মামলা দায়ের করা হয়। মামলায় দন্ডপ্রাপ্তরা হলেন, লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে কুয়াইশ নয়াহাট বাগদাদ ফুডস এর মালিক আবু তাহের (৫৫) এবং ওজন ও পরিমাপের মানদণ্ডের তুলনায় কম পরিমাণ অক্টেন প্রদানের দায়ে বায়েজীদ অক্সিজেন মোড় মোসার্স হাজী এ. ওয়াজেদ এন্ড সন্স এর মালিক মোঃ জাহাঙ্গীর (৪৫)।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page