বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ দেওয়া হয় এনটিআরসিএ এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে। অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে নিয়োগ সুপারিশ করেন। এতে নিজ জেলার বাহিরে চাকুরি করতে হয়। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে বাসা ভাড়া অনেক বেশি। ৮-১০হাজার টাকার নিচে কোনো বাসা ভাড়া পাওয়া যায় না। অথচ এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাড়িভাড়া পান মাত্র ১০০০ টাকা। আর এই একহাজার টাকায় বাংলাদেশের কোথাও বাসা ভাড়া পাওয়া যাবে না। শিক্ষকদের চিকিৎসা ভাতা মাত্র ৫০০ টাকা। বর্তমানে মাত্র ৫০০ টাকায় কোনো পরিবারের চিকিৎসা খরচ সম্ভব নয়।
আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট আবেদন জানাচ্ছি এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি করে ৪৫% এবং চিকিৎসা ভাতা ১০০০ টাকা দেয়ার জোর দাবি জানাচ্ছি।
এতে শিক্ষকদের আর্থিক সুবিধার মাধ্যমে শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে।
লেখক, কলামিস্ট ও শিক্ষক
এম. লোকমান হোসাইন
You cannot copy content of this page