• সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩। হাটহাজারীতে স্লুইসগেটের পুনঃনির্মাণ কাজ বন্ধ করে দেয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। থানা থেকে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ধামইরহাটে ছাত্র-জনতার মানববন্ধন মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ৫ নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার ৮ ধাপে আবেদন ফরম পূরণ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির “সর্বজনীন পেনশন নয়, সরকারি পেনশনই চাই” — আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত বাতিলের দাবি বাকবিশিস’ ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ভাইয়ের লাশ আনতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অপর দুই ভাইয়ের মৃত্যু। এলাকায় শোকের ছায়া

প্রতিনিধির নাম / ৪৬ বার দেখা
আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫

এস এ হুমায়ুন, চট্টগ্রাম প্রতিনিধি |
চট্টগ্রামের ফটিকছড়িতে এক মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নামিয়েছে। জানা যায়, সৌদি আরবে নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত প্রবাসী মোহাম্মদ রুবেলের (২৭) মরদেহ দেশে আসার পথে, সেই মরদেহ গ্রহণ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রুবেলের বড় ভাই মোঃ বাবুল (৩৭) ও তাঁর ফুপাতো ভাই ওসমান গণি (৩৫)।
শনিবার (৫ জুলাই) বিকাল ৪টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান চৌধুরী শিপন বলেন- এক ভাই নির্যাতনে মারা গেল, সে ভাইয়ের লাশ আনতে গিয়ে অন্য ২ ভাইয়ের প্রাণ যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু মেনে নেয়া যায়না।
সূত্রে জানা যায়, ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার বাসিন্দা মোহাম্মদ রুবেল পরিবারের অভাব ঘোচাতে এবং স্বপ্ন পূরণের আশায় ২০২৪ সালে সৌদি আরব পাড়ি জমান। কিন্তু তার প্রবাস জীবন ছিল নিদারুণ কষ্টের। মালিকের অনুমতি ছাড়া একটি বার্গার খাওয়াকে কেন্দ্র করে তিনি নির্মম নির্যাতনের শিকার হন। গুরুতর আহত রুবেল মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১৭ জুলাই মারা যান। এরপর শুরু হয় দীর্ঘ এক বছরের আইনি লড়াই, যার পর অবশেষে তার নিথর দেহ দেশে ফিরছিল।
পরিবারের এই শোকের মধ্যেই আরও একটি দুঃসংবাদ নেমে আসে। সৌদি আরব থেকে ছোট ভাই রুবেলের কফিন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রহণ করে তার বড় ভাই বাবুল এবং এক ফুপাতো ভাই ওসমান গণি। পথিমধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় তাদের বহনকারী এম্বুল্যান্সটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় রুবেলের বড় ভাই ও তাঁর ফুপাতো ভাই ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত ওসমান ভূজপুর ইউপির তালুকদার পাড়ার জয়নাল আবেদীনের ছেলে এবং নিহত বাবুল একই এলাকার ফুল মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন তাদের সাথে থাকা বশির সওদাগর।
নিহত ওসমান গণির ফুফাতো ভাই মাসুদ তালুকদার বলেন -সকালে রুবেলের লাশ রিসিভ করার পর তাদের সাথে কথা হয়েছে। বিকালে হঠাৎ শুনি তাদের এম্বুল্যান্সটি এক্সিডেন্ট করে সাথে থাকা আমার ফুফাতো ভাই ওসমান গণি এবং তার ফুফাতো ভাই বাবুল মারা গেছে। লাশ এখনো কুমিল্লার মিয়া বাজারে পুলিশ হেফাজতে আছে। স্থানীয় কয়েকজন সেখানে গিয়েছে লাশ বুঝে নেয়ার জন্য। আমার আর কিছু বলার ভাষা নাই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
প্রাথমিক পাওয়া তথ্যানুযায়ী, এই দুর্ঘটনায় মোটর সাইকেল চালক, প্রাইভেটকার যাত্রী এবং অ্যাম্বুলেন্সের যাত্রীসহ মোট তিনজনের প্রাণহানি হয়েছে। তবে নিহতদের মধ্যে ওসমান গনি ও তার ফুপাতো ভাই বাবুল বলে নিশ্চিত বলে জানা গেছে।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্ধা মো: তারেকুল ইসলাম বলেন- শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। এখনো লাশ চৌদ্দগ্রাম রয়েছে। এ মৃত্যুতে এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।
এ ব্যাপারে জানতে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল হককে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

You cannot copy content of this page