মোহাম্মদ নজরুল ইসলাম খাগড়াছড়ি জেলাপ্রতিনিধি: গতকয়েকদিনের বৃষ্টিপাতে খাগড়াছড়িতে জনজীবনে স্হবিরতা নেমে এসেছে। গতবছরের পাঁচ বারের বন্যায় শহরের লোকজন এখন সিঁদুরে মেঘ দেখলেই ভয়ে আঁতকে উঠছি।এই বুঝি চোঙ্গি নদী সবকিছু ডুবিয়ে দিয়ে জনগনের লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে দিবে।তারউপর
খাগড়াছড়িতে ভারি বর্ষণে পাহাড় ধসের শঙ্কা।
টানা ভারি বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে পার্বত্য খাগড়াছড়িতে। ইতোমধ্যেই জেলা সদরের শালবন,সবুজবাগসহ কয়েকটি পাহাড়ি এলাকায় চিহ্নিত হয়েছে সম্ভাব্য ধসপ্রবণ এলাকা।
খাগড়াছড়িতে ভারি বর্ষণে পাহাড় ধসের শঙ্কা।
প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নেওয়া হয়েছে জোরালো উদ্যোগ।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে পাহাড় ধসের শঙ্কাপূর্ণ শালবন এলাকা ঘুরে দেখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় ও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদল।
ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান জেলা প্রশাসক। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে সেখানে খাবার, বিশুদ্ধ পানি এবং থাকার যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য চট্টগ্রামজুড়ে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে
You cannot copy content of this page