গফরগাঁও প্রতিনিধি :গফরগাঁও উপজেলার ৯ নং পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় ও চরশাঁচূড়া
একই দিনে পাশাপাশি দুটি গ্রাম থেকে প্রায় কাছাকাছি সময়ে (দুপুর ১২ টা) ২ জন শিশু নিখোঁজ হয়েছে।তাদের বয়স হবে ৪-৫ বছর।বিষয়টা খুব সহজ মনে হচ্ছেনা। এই ব্যাপারে স্থানীয় প্রশাসনের দ্রুত তৎপর হওয়া জরুরী।
তাছাড়া এখন থেকে এলাকায় অপরিচিত ও সন্দেহজনক আনাগোনাকারীদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনে পুলিশে সুপর্দ করার পদক্ষেপ নিন। তবে অবশ্যই নিজে অতি উৎসাহী হয়ে সন্দেহের বশে কাউকে আঘাত করবেন না।।
নিখোঁজ দুইজনের প্রথম জন হলো-:
সাদাব (৫)
পিতা: আল-আমিন
দিঘীরপাড় (অতার বাড়ি), পাঁচবাগ, গফরগাঁও
২য় জন-: সিফাত (১১)
পিতা : নূর ইসলাম
চরশাঁখচূড়া, পাঁচবাগ, গফরগাঁও
বিষয়টি খুবি সন্দেহজনক! এখন পর্যন্ত কোন খোঁজ মিলেনি কারো। পরিবার ও এলাকবাসী হন্য হয়ে খোঁজছেন।
যদি কারো নজরে পড়ে দয়া করে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করবেন।
নাসির উদ্দিন-01954890501
আমিনুল ইসলাম-01728019552
You cannot copy content of this page