স্টাফ রিপোর্টার: যুবদল নেতার হাতে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে আইন-শৃঙ্খলা অবনতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সংগ্রামী ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেনের সভাপতিত্বে বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর মেরে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এটি নিছক হত্যাকাণ্ড নয়, চরম বর্বরতা। এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে। এখন আমাদের নিরাপত্তা কোথায়? আমরা রাস্তায় নেমেছি আমাদের নিরাপত্তার জন্য। বিচারহীনতা থামাতে হবে, তাছাড়া আমরা নিরাপদ নয়। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। বিক্ষোভ সমাবেশে তারা বলেন দ্রুত এর বিচার করতে তানা হলে নওগাঁয় জনবিস্ফোরণ ঘটানো হবে।
এসময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে নামাতে আমাদের সময় লাগেনি। আপনার দলের নেতা-কর্মীরা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে তাহলে আপনাদের বিরুদ্ধে একশনে যেতে আমাদের সময় লাগবেনা। আওয়ামীলীগ যদি খুন, গুম, নির্যাতনের কারণে নিষিদ্ধ হতে পারে তাহলে বিএনপি ৯ মাসে দেড়’শ খুনের কারণে কেন নিষিদ্ধ হবেনা। এছাড়া নওগাঁতে কোন প্রকার চাঁদাবাজি করতে আমরা দিব না।
এসময় তারা নওগাঁ জেলা কোন চাদাবাজের স্থান হবে না। বিএনপি অনেক গুন, নয় মাসে দেড়শ খুন। টাকা তোলে পল্টনে চাদাঁ যায় লন্ডনে। বিএনপি’র কালো হাত ভেঙ্গে দিব আমরাসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এনসিপি’র মুখ্য সংগঠক দেওয়ান মাহবুব আল হাসান, ছাত্র সমন্বয়ক মো. আজাহার মন্ডল, জেলা ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন, ছাত্র সমন্বয়ক তানজিল প্রমুখ।
You cannot copy content of this page