শতকরা হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও জাতীয়করণের দাবিতে আগামী ১৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে সারাদেশে চলছে প্রস্তুতিমূলক সভা ও সাংগঠনিক কার্যক্রম। এই ধারাবাহিকতায় আগামী শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় অবস্থিত জকিগঞ্জ গার্লস হাই স্কুলে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও উপজেলা কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ জহুর চান বিবি মহিলা কলেজ,শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এবং সহ-সভাপতি বাবেশিকফো কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা এবং যুগ্ম মহাসচিব, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম।
তিনি জানান, আগামী ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধ করা জরুরি। এ লক্ষ্যেই জকিগঞ্জ উপজেলায় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।”
ফোরামের দাবিসমূহের মধ্যে রয়েছে:
* সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ও বিনোদন ভাতা প্রদান
* শতভাগ উৎসব ভাতা প্রদান
* এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ
* ন্যায্য বেতন কাঠামো ও চাকরি নিরাপত্তা নিশ্চিত করা
* ৬ মাসের মধ্যে অবসর, কল্যাণের টাকা প্রদান অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। সভা শেষে জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হবে, যারা স্থানীয়ভাবে ফোরামের কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করবেন।
এছাড়াও আলোচনায় আসবে কেন্দ্রীয় কর্মসূচির সার্বিক প্রস্তুতি, সদস্য সংগ্রহ এবং শিক্ষক-কর্মচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির কার্যকর কৌশল।
সভায় উপস্থিত থাকতে এবং আন্দোলনের সফল বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের জন্য জকিগঞ্জ উপজেলার সকল শিক্ষক-কর্মচারীদের আন্তরিক আহ্বান জানিয়েছেন আয়োজক মোহাম্মদ রফিকুল ইসলাম।
You cannot copy content of this page
ধন্যবাদ,