অবসরকালীন ভাতা ও কল্যাণ ভাতা অবসরের তিন মাসের মধ্যে প্রদানের দাবি, সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিতকরণ এবং শতভাগ উৎসব বোনাস প্রদানের দাবিতে চাঁদপুরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।
রবিবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন সমিতির চাঁদপুর জেলা সভাপতি মো. বিলাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন ঢালী। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান ও জেলা কমিটির সদস্য মো. শাহ আলম।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতির ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অবসরের পর তাদের প্রাপ্য ভাতা ও সুবিধা পেতে দীর্ঘ সময়ক্ষেপণ ও ভোগান্তির শিকার হতে হয়। এতে অনেক শিক্ষক মৃত্যুর আগেও তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন। এছাড়া বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানে বৈষম্য রয়েছে, যা শিক্ষক সমাজের জন্য অযৌক্তিক ও অসাংবিধানিক।
শিক্ষক নেতারা দ্রুত এসব দাবি পূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
You cannot copy content of this page