নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নওগাঁয় চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার নারীর মামলায় আবুল হাসান (৩৪) নামে এক পল্লী চিকিৎসককে আটক করেছেন থানা পুলিশ। শুক্রবার সকালে আবুল হাসানের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষন মামলা করলে থানা পুলিশ তাকে পোরশা মিনাবাজারের ন্যাশনাল ড্রাগ হাউস থেকে আটক করেন।
আটককৃত আবুল হাসান তেঁতুলিয়া ইউনিয়নের ঠনঠনিয়াপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষিতা নারী একজন গৃহীনি। তিনি কয়েকদিন যাবৎ জ্বরের কারণে অসুস্থ ছিলেন। গতকাল সকাল অনুমান ৭টার দিকে তার স্বামী গোনপুর মাঠে কৃষি কাজ করতে যান। এসময় তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা গ্রহনের জন্য সকাল সাড়ে ১০টার দিকে পোরশা মিনা বাজারে অবস্থিত আবুল হাসানের ন্যাশনাল ড্রাগ হাউস ঔষধের দোকানের চেম্বারে যান। এসময় ওই নারী আবুল হাসানকে তার সমস্যার কথা বললে তিনি ওই তাকে তার চেম্বারের ভেতরে নিয়ে গিয়ে প্রেসার মাপার পর তার ডায়াবেটিস, জরায়ুতে টিউমার ও যৌনাঙ্গে ঘাঁ হয়েছে বলে বেডে শুইতে বলেন। এসময় পল্লী চিকিৎক আবুল হাসান বিভিন্ন তাল বাহানায় সরলতার সুযোগে ওই অবস্থায় জোর পূর্বক ধর্ষণ করেন। পরে ধর্ষনের শিকার ওই নারী বাদী হয়ে রাতেই পোরশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষন মামলা করেন। মামলার পর থানা পুলিশ আবুল হাসানকে আটক করেন।
সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রাতে থানায় মামলা দায়ের করলে আজ সকালে আসামীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Ahidul
You cannot copy content of this page