এম. আরিফুজ্জামান, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ও সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাঈদীপুত্র শামীম সাঈদী বলেছেন, ‘শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তবে শেখ পরিবারের সবাই চোর-ডাকাত। শেখ মুজিবের ছেলে শেখ কামাল স্বাধীনতা যুদ্ধের পরবর্তী বাংলাদেশে ব্যাংক ডাকাতি করেছে। তার মেয়ে ১৪টি ব্যাংক ডাকাতি করেছে। সারা বাংলাদেশের রাস্তাঘাটের কাজ না করে বিল তুলে নিয়ে দেশ থেকে পালিয়েছে। কেবল পিরোজপুরের রাস্তাঘাটের কাজ না করেই ছাব্বিশ কোটি টাকা চুরি করে নিয়েছে তারা। আমরা চোরদের বিপক্ষে। এই জুলাইয়ের বিপ্লব ছিল বৈষম্যবিরোধী বিপ্লব। এর মূল বিষয় ছিল দুর্নীতিবিরোধী।’
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পিরোজপুরের নেছারাবাদে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গণজমায়েত ও বর্ণাঢ্য র্যালি-২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে স্বরূপকাঠি পৌরসভা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘আমরা দুর্নীতির বিপক্ষে। আমরা সকল মেধার পক্ষে থাকবো। কোনও কোটার পক্ষে থাকবো না। আমরা আগামী দিনে সকল কোটা বৈষম্যের বিরুদ্ধে থাকবো। বাংলাদেশে কোনও সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি। হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তারপর এই বাংলাদেশকে সোনার বাংলা গড়বো।’
তিনি আরও বলেন, ‘আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পিরোজপুরের এমপি ছিলেন। তখন এখানকার হিন্দু ভাইয়েরা বলতো, ডিমের ভেতরে কুসুম যেমন নিরাপদ থাকে; ঠিক তেমনি এখানকার হিন্দুরা নিরাপদ। আগামী দিনে যদি আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লার পক্ষে রায় দেন, তাহলে ঠিক তেমনিভাবে সবাই নিরাপদে থাকবেন। তাই আগামী দিনের ভোট দাড়িপাল্লার পক্ষে হোক।’
You cannot copy content of this page