কুলাউড়ার অন্যতম জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম জংশন কুলাউড়া ২০ হাজার পাঠক পূর্তি উপলক্ষ্যে এক আনন্দ ভাগাভাগি অনুষ্ঠানের আয়োজন করে। আজ (০৬/০৮/২০২৫) বাদ এশা কুলাউড়ার একটি অভিজাত রেস্তোরাঁয় এই বিশেষ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম মুক্তাদির হোসেন, দৈনিক দেশের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, চ্যানেল কুলাউড়ার সম্পাদক সামছ উদ্দিন বাবু, দৈনিক ভোরের পাতা, কুলাউড়া প্রতিনিধি রুবেল বক্স পাভেল, দৈনিক জবাবদিহি, কুলাউড়া প্রতিনিধি রুহুল আমিন, সংবাদকর্মী আজিজুল ইসলাম, কামরুজ্জামান জুয়েল, এবং শেখ বদরুল ইসলাম রানা। এছাড়াও জংশন কুলাউড়ার সহ-প্রতিষ্ঠাতা পরিচালক জামাল হোসেন তারেক এবং সহ-পরিচালক মাহফুজুর রহমান মাহি সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকবৃন্দ জংশন কুলাউড়ার দ্রুত সাফল্যে ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, “জংশন কুলাউড়া অল্প সময়েই ২০ হাজার পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। কুলাউড়ার আনাচে-কানাচে ঘটে যাওয়া সকল তথ্য সংবাদ, সামাজিক, মানবিক, রাজনৈতিক, প্রশাসনিক সকল খবর তারা বিশ্বস্ততার সাথে প্রচার করে আসছে।” বক্তারা আরও যোগ করেন যে, জংশন কুলাউড়া কুলাউড়ার মানুষের আস্থা ও ভালোবাসার একটি নাম হয়ে উঠেছে। তাঁরা সম্মিলিতভাবে জংশন কুলাউড়াকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
জংশন কুলাউড়ার এই অর্জন কুলাউড়ার অনলাইন সংবাদ মাধ্যমে তাদের ক্রমবর্ধমান প্রভাবেরই প্রমাণ।
You cannot copy content of this page