গাইবান্ধা প্রতিনিধি-নিজের অবস্থান পরিবর্তনের জন্য দালালের মাধ্যমে সৌদি আবর যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাফিরুল শেখ (২৫)। কিন্তু দালালের অতিলোভের স্বীকার হয় সে। নামমাত্র মূল্যের কাজ পায়। সেখানে চলে তার উপর নির্যাতন। শেষ পর্যন্ত দালালের কোম্পানি থেকে মুক্ত হলেও রাস্তায় না খেয়েই মরতে হয় তাকে। আজও সৌদি আরবের হিমাগারে রয়েছে তার ম*রদেহ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের রসুলপুর বালুপাড়া গ্রামে শাফিরুলের অসহায় মায়ের আহাজারিতে যেন কাঁপছে সর্বত্র। কিন্তু কর্তা ব্যক্তিদের নজর পড়ছে না। আজও তার পরিবার থানা পুলিশের সাথে যোগাযোগ করেছে। কিন্তু হয়নি কোন সুরহা। এখনো সৌদি আরবের হিমাগারে পরে আছে শাফিরুল।
You cannot copy content of this page